পোস্টগুলি

এপ্রিল, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কাপুরুষ না কালপুরুষ

আমার মতো নগন্য মানুষের আত্মজীবনি লেখা ঠিক শোভা পায় না । সে ধৃষ্টতাও করি না । জীবনের কিছু গল্প শোনাতে পারি মাত্র । নিজের কিছু উপলব্দ্ধি বলতে পারি । সেটা জীবনের গল্পকথা হতে পারে বড়জোড় আত্মকথা ।   সেদিন দুপুরে প্রতিদিনের কাজের জায়গায় বসে আছি , কাজের চাপ সেরকম ছিল না । অলস দুপুরে একটু ঝিমুনিও এসেছিল চোখের পাতায় । হঠা ৎ মোবাইল ফোনটা বেজে উঠল । ফোনের পর্দায় কার নাম ভেসে উঠেছে সেটা না দেখেই ফোন ধরে অলস গলায় বললাম - হ্যালো ...... ও প্রান্ত থেকে বলল কি রে ঘুমাচ্ছিস না কি ? বললাম না না ঘুমাবো কেন ! এই একটু ঝিমাচ্ছিলাম । ও প্রান্তে আমার দাদা , না না নিজের রক্তের সম্পর্কের দাদা নয় , আমার ছোট্টবেলার খেলার সাথি । একই সাথে  দু - জনের বড় হয়ে ওঠা । তা যাই হোক , আমি বললাম - বল কেমন আছো ? বলল ওই আছি আর কি ! আমি বললাম বৌদি কেমন আছে ? দাদা বলল বৌদিরা সবসময় ভালোই থাকে । আমি বললাম এখন কোথা থেকে ফোন করছ ? বলল এই বর্ধমানে দিকে অফিসের কিছু কাজ ছিল বুঝলি , কাজ শেষ কর