পোস্টগুলি

মে, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অমল ও একটি গল্প

অমল এখন আর জানলার ধারে বসে থাকে না । সেই ছোটবেলায় রবি ঠাকুরের গল্প পড়ে সেও দইওয়ালার পথ চেয়ে থাকত । কিন্তু দইওয়ালা এলেও তার সাথে সখ্যতা গড়ে ওঠেনি কোনদিন । বিনিপয়সায় কেউ সখ্যতা গড়েনা আর ।   ধীরে ধীরে সেই দইওয়ালাও একদিন হারিয়ে যায় । জানলার সামনে উন্মুক্ত আকাশটা লম্বা গলাওয়ালা বাড়িগুলোর পিছনে হারিয়ে যায় । একফালি আকাশ যে চোখে পড়েনা তা নয় , কিন্তু মন ভরে না । ছেলেবেলার স্বপ্নগুলো ভাঙতে ভাঙতে আজ যখন বাস্তবকে দেখে তখন বস্তির এই ছোট্ট ঘরে মা - বাবার কিছু স্মৃতি ছাড়া আর কিছুই চোখে পড়ে না ।   বাবা গত হওয়ার পর কিছু স্বপ্ন তবুও টিকেছিল । মা ছেলের চলে যেত কোন রকমে । কিন্তু হঠাত্ ‍ একদিন মা কাজের বাবুদের বাড়ি থেকে আর ফিরে এল না । দিন তিনেক পরে বস্তির কিছু লোক এসে বলল - অমল তোর মা কে পাওয়া গেছে , উই রেল লাইনের পাশে ।   পুলিশ এলো , কিছু অকথা কুকথা শোনালো তারপর সব চুপচাপ । যেটুকু সঞ্চয় ছিল তাতে করে মাকে পরপারে যাত্রা করিয়ে আর কিছুই প্রায় হাতে বাকী থাকল ন