পোস্টগুলি

অক্টোবর, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আগমনী

ছোটবেলায় বাংলার মাস তারিখ বা ঋতু কোনটাই ঠিক বুঝে উঠতে পারতাম না । এখন বুঝলেও হয়তো মনে রাখার তাগিদ অনুভব করিনা । কিন্তু আমাদের বাংলার এই প্রকৃতি শর ৎ ঋতুটিকে ভুলতে দেয় না । তার একটা কারণ আকাশের গায়ে পেঁজা তুলোর মতো মেঘ আর বাংলার কোল জুড়ে কাশফুলের বাহার । আর একটা কারণ অবশ্যই দুর্গো ৎ সব । ছোটবেলায় যেমন কাশফুল ফুটলেই বুঝতাম পুজো এসে গেছে , এখনও তার অন্যথা হয়না । এখন আমাদের চারপাশে বিনোদনের হরেকরকম সমাহার কিন্তু ছোটবেলায় বিনোদন বলতে ছিল পাড়ায় পাড়ায় যাত্রা আর বাউল গান । আর ছিল রেডিও । ঠিক পুজোর আগে আগে রেডিওতে শোনা যেত আগমনী গান । তখন আগমনী গানের মানে না বুঝলেও শুনতে ভালোলাগত । মাঝে মধ্যে মা গল্প বলত শিব - দূর্গা আর তার ছেলে মেয়েদের । যত বড় হতে থাকলাম তত আগমনী গানের মানে অনুধাবন করতে থাকলাম । এই বাংলায় বহু কাল ধরে চলে আসছে এই আগমনী গান । পুজোর আগে চারণকবিরা সারা গ্রাম ঘুরে ঘুরে গেয়ে ফিরতেন এই আগমনী গান । আমাদের সময়ে এই কবিরা তখন বিলুপ্ত প্রায়