পোস্টগুলি

মার্চ, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভ্যাপসা

 গুড ফ্রাইডের দিন সকালবেলা এই ১১টা নাগাদ হঠা‌ৎ করে চা তেষ্টা পেল। যদিও আমি চা  এর তেমন ভক্ত নই তবে তেষ্টা পেলে কিআর করা যাবে! কিন্তু বাড়িতে বললে  চা এর বদলঅন্য  কিছু জুটতে পারে অতএব চল রাস্তার  মোরে  চা এর দোকানে।  দোকানে গিয়ে ছেলেটিকে বললাম ভাই একটা চা দাও। ছেলেটি বলল একটু বসতে হবে দাদা  বানিয়ে দিচ্ছি। অগত্যা কি আর করি বসেবসে  একটু ঝিমুনি এসে গিয়েছিল। হঠাৎ হেঁড়ে গলার আওয়াজ শুনে তাকিয়ে দেখি গোলগাল চেহারার এক গুঁফো লোক পাশে বসে আছে। আমার দিকে তাকিয়ে বললেন - কি ভাই কেমন আছো ? বললাম - ভালো আছি কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। - আমাকে চিন্তে পারছনা ! সে কি ! - না ঠিক মনে পড়ছে না। - ছোটবেলায় আমার ছড়া বলে কত হাততালি পেলে আর আমাকেই ভুলে গেলে ! - ছড়া ? কি ছড়া বলুনতো ? - " শুনেছ কি বলেগেল সীতানাথ বন্দো      আকাশের গায় নাকি টকটক গন্ধ" - হ্যাঁ হ্যাঁ মনেপড়েছে - এই অধমই সেই সীতানাথ বন্দো। - আপনিই সেই গন্ধ বিশারদ ! - আমি কি তোমার সাথে মশকরা করছি ? - না না তা নয় , কিন্তু এতদিন পর হঠাতৎ আপনার উদয় ! কারণটা ঠিক বুঝলাম না। - আমিতো আছি, সবসময় আছি। যেখানেই গন্ধ নিয