পোস্টগুলি

জুলাই, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অবান্তর প্রলাপ

অনেকদিন রান্নার আওয়াজ শোনা হয়নি , এবার প্রাণ ভরে শুনবো, এখনতো অখণ্ড অবসর। সকালের বিছানায় শুয়ে থাকে যে রোদ, আদর করিনি অনেকদিন, এবার করব সহবাস, এখনতো অখণ্ড অবসর। নিঃস্তব্ধ দুপুরে পাখার আওয়াজ শুনিনি অনেকদিন, এবার ওর সাথে সুর মেলাবো, এখনতো অখণ্ড অবসর। গোধূলির শেষে সন্ধ্যা তারা দেখা হয়নি বহুদিন, এবার গল্প শোনাব তাকে, এখনতো অখণ্ড অবসর। রাতপরীরা গল্প শুনিয়ে ঘুম পাড়াতো আমায়, এবার গল্প শোনাব তাদের, এখনতো অখণ্ড অবসর। রাতের শিশিরের শব্দ কানপেতে শুনিনি কোনদিন, এবার মনপেতে শুনবো, এখনতো অখণ্ড অবসর। রাতের আঁধারে লুকিয়ে নেব মনের সব ক্ষত গুলো, রাত জাগবো আঁধারের সাথে, এখনতো অখণ্ড অবসর। নিঝুম রাত্রিকে করেছি সাথি, ভোরের আলোয় লাগে ভয়, আবার একটা অলস দিন ! এখন আমার অকাল অবসর।।