পোস্টগুলি

আগস্ট, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অ-সম

মামণি তোমার আশ্রম চলে এসেছে। - ও চলে এসেছে ! পর্ণা রিক্সা থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে একটা ২০ টাকার নোট বাড় করে। - হরি কাকা এই নাও। - কিন্তু মামণি আমার কাছে তো পাঁচ টাকা খুচরো হবে না। ঠিক আছে পরে না হয় শোধবোধ হয়ে যাবে। - না হরি কাকা শোধবোধ করতে হবে না। তুমি পুরোটাই রেখে দাও। পর্ণা আশ্রমের গেট খুলে ভিতরে চলে যায়। বিঘা খানেক জায়গার উপর এই আশ্রম গড়ে উঠেছে। আশ্রম বলতে এটা কিছু অনাথ বাচ্ছাদের আশ্রয়স্থল। পর্ণা প্রথম যখন এখানে দায়িত্ব নিয়ে আসে তখন এখানে বিশেষ কিছু ছিল না। অনাথ বাচ্ছাদের থাকার জন্য দুটো ঘর, একটা স্কুলঘর, আর বাচ্ছাদের ঘরের পাশে ছোট্ট একটা যেটাতে পর্ণা থাকে। যিনি এই আশ্রমটি গড়ে তুলেছিলেন, নাম দিয়েছিলেন শিশু নিকেতন। বর্তমানে এটি একটি ট্রাস্টের মাধ্যমে চলে। সুপ্রভা মেমোরিয়াল ট্রাস্ট। আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল সুপ্রভা সরকারের হাত ধরেই। তিনি যতদিন বেঁচেছিলেন ততদিন আশ্রমের ওই ছোট্ট ঘরটাতেই থাকতেন যেটাতে এখন পর্ণা থাকে। সুপ্রভাদেবীর মৃতযুর পর ওনার ছেলে এই ট্রাস্ট তৈরী করে দিয়েছেন যাতে আশ্রমের কারও কোন আর্থিক অসুবিধা না হয়। পর্ণা প্রথম যেদিন এখানে আসে এই হ