পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

২৫শে আলাপ

যদি তারে নাই চিনি গো সে কি ...... সৈকত গুনগুন করতে করতে একটা কাগজে কিছু লিখছিল। হঠাৎ  অঙ্কিতা কাগজটা হাতে নিয়ে দলা পাকিয়ে ঘরের এক কোনে ছুঁড়ে ফেলে দিল। সৈকত বুঝল প্রবল ঝড়ের আগমন বার্তা। ঝড়ের প্রকোপ কমানোর জন্য সৈকত বলল - -  ছলছল চোখ , রক্তরাঙা মুখ, প্রিয়ে  কি বা হেতু তোমার এ রূপ। - ন্যাকামি হচ্ছে ! - না মানে - আজ তোমার জন্য সবার কাছে আমার মাথা হেঁট হয়েগেছে। - আমার জন্য ! আমি আবার কি করলাম !  আমি তো তোমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসবে যাই নি।  তাহলে ? - সেই জন্যেইতো দিপালী সবার সামনে ও ভাবে অপমান করল। - কি রকম কি রকম ! - তোমার মজা লাগছে ! তা তো লাগবেই।  আমাকে সবার সামনে ছোট হতে দেখলে তোমার শরীরের জ্বালা জুড়োয় তাই না ? - আহা ওই দেখ কি কথার কি মানে করে বসে। কি বলেছে সেটাতো বলবে। - আমাকে দেখে বলল, কি রে সৈকত আসে নি। আমি বললাম না। তা ও কি বলে জানো!  বলে সেকিরে এদিক ওদিক দুপাতা গল্প লিখেই নিজেকে রবি ঠাকুর ভাবছে নাকি ! ভাগ্যিস মধুরিমা এসে পরেছিল তাই রক্ষে না হলে আর কি কি যে শুনতে হত কে জানে।  এই সব তোমার জন্যে। - আসলে কি জানো গিন্নী এই বাংলায় জন্মেও রবি ঠাকুরের মতো কেউ হতে পা