বন্ধু আয়

মাঞ্জা সুতো, কাঠের লাটাই,
আকাশ জুড়ে রঙের মেলা,
ঘুড়ির সাথে সময় কাটাই।
দীঘির থেকে একটু দূরে,
ঐ যে নদী, নৌকা চুরি,
একটু ঘুড়ি
মাঝ নদীতে নদীর চরে।
হাতে হাত ছিপ, ইলশেগুঁড়ি
ভিজে চুপচুপ খেলার সাথি,
কে যাবি আয় আমার সাথে
বুকের মাঝে চড়ুইভাতি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস