পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বন্ধু চল

চল, রেলগাড়ি সাজি রাস্তায়, আর, লাল লাঠি নিয়ে দৌড়াই, চল, ক্যারামের বোর্ডে ঝড় তুলি, ফিরি লুডোর ঘুঁটি ও ছক্কায়। চল সাত ঘুঁটি ভাঙি এক টিপে, ফের নতুন করে সাজাব, আর ক্লাসরুমে বসে গানের সুরে কাঠের বেঞ্চটা বাজাব। চল, দুপুর কেটে কাঠকুটো আনি নেড়াপোড়া বুড়ি সাজাব, আর সেই সেদিনের বান্ধবীদের এই বসন্তে  রাঙাব। চল, বর্ষার মাঠে কাদা মেখে সেই ফুটবল নিয়ে খেলব, বড় হওয়ার যন্ত্রনা ভুলে ছেলেবেলা ঠিকই ধরব, ঠিক ধরব।

আঁতেল

আরো এক উৎসব হলো শেষ আবেগেরা এবার বিশ্রাম পাক, আসবে আবার একটি বছর পর, ভাষাচর্চা! ততদিন শীতঘুমে যাক। রাশিরাশি গল্প কবিতা গান, আবেগেরা ছোটে পাল্লা দিয়ে, দিনের শেষে রণ ক্লান্ত হয়ে, অঙ্ক কষে পাওনা হিসাব নিয়ে। আশায় আছি মনের আশা নিয়ে প্রতিদিন যেন একুশের সূর্য্য ওঠে, গালমন্দ যতই করো আমায় আঁতলামি যে রক্তে আমার ছোটে।

ভালো নেই ভালোবাসা

ভালো নেই ভালোবাসা মনে ভারি কষ্ট, সন্মান ছিল যাহা পুরোটাই নষ্ট। প্রেম প্রেম চলে খেলা চলে শুধু ফন্দি, ক্ষনিকের আলাপে ক্ষনিকের সন্ধি। ফুল পাখি চাঁদ তারা নেই আজ খবরে, প্রেমিকের উপহার বাড়ে শুধু বহরে। বন্ধু যে কার কটা বান্ধবী কটা কার! এটাই সহজ কাজ শিরোনামে থাকবার। ভালোবেসে ডুবেছিল মদিরাতে দেবদাস, সাতপাকে বাঁধা পড়ে প্রেম করে হাঁসফাঁস। ভালোবেসে পরিণয় পুরুষে ও নারীতে, চারদিনে সাক্ষর বিচ্ছেদ পত্রে। ভালোবাসা গেল কোথা মনে লাগে দ্বন্দ্ব, ভেসে আসে বাতাসে প্রেম প্রেম গন্ধ। বেঁচে থাকে ভালোবাসা বৈশাখে - ফাগুনে, শুধু চাপা পড়ে যায় অভাবের আগুনে। হোক না সে যত ক্ষীন জীবনের আয় - ব্যয়, ভালোবাসা ভালোবেসে নিজেকেই বদলায়।

প্রেম কথন

আচ্ছা কাল আমায় কি দেবে ? কাল ! কেন কাল আবার কি ? ওমা তুমি কি গো !   কালতো প্রেম দিবস , ভ্যালেন্টাইন ডে। প্রেম দিবস ! প্রেমের আবার দিন ! ক্যালেন্ডারে নিয়মে প্রেম হয় নাকি ! ধুস তুমি না কি ! দেখছ না কত বিজ্ঞাপন শহর জুড়ে ! ওতো বিপণনী প্রেম !   তা হোক , তবু প্রেম তো ! প্রেম না খুড়োর কল ! নাকের ডগায় গিফ্ট ঝুলিয়ে   প্রেমের আহ্বাণ ।   তুমি আমায় ভালোবাস না ! বাসি তো প্রতিদিন ভালোবাসি । তোমার সাথে ঝগড়া করি যে ! সেটাও তো ভালোবাসা । ভালো না বাসলে ঝগড়া করবে কেন ! কেন ভালোবাস আমায় ? ভালোবাসি ভালোবাসি   তার আবার কারণ হয় নাকি ! ভালোবাসা নাকি অভ্যেস ! ভালোবাসাটাই তো অভ্যেস ।   তবে যে শহর জুড়ে এত আলোর   সাজ , রেস্তরায় এত বাহারী খাবার ! এত উজ্জ্বলতায় প্রেম হয় না ,   হয় শুধু প্রেম প্রেম খেলা । পুরানো বউয়ে মন ভরে না , তাই শুধু মিছে কথা আর কথার প্যাঁচ । মিছে কথা বলব কেন ? তবে কি প্রেম নেই ? আছে তো , সেই যে বাসন্তী শাড়ী   আর মাথার ফুলের বাহার ।   ধ্যা

তোকে দিলাম

অপূর্ণ স্বপ্ন পুরণের দ্বায়ভার নয় তোকে দিলাম স্বপ্ন দেখার স্বাধীনতা, বংশধারকের স্মারক নয়, জীবন হোক স্বপ্নপূরণের রূপকথা, তোর ইচ্ছেডানাতেই আমার স্বপ্নপূরণ, না হলে যে মিথ্যে রাজা সাজা, তুই যে আমার ইচ্ছে পরী তুই যে আমার আত্মজা।