পোস্টগুলি

অক্টোবর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কোজাগরী

(ঋতুযান পত্রিকায় প্রকাশিত) আজ আঁধারে আলোর বন্যা, নিশি কষ্টের দরজায় আগল, ধুপের সুগন্ধে বাতাস ভারী, পুতগন্ধীময় রোজনামচার ছুটি আজ। দুখের দরজায় ফুলের সাজ, পিটুলি গোলা জলের আলপনার সারি, বুভুক্ষু চোখে হাজার বাতির আলো, চিড়ে-মুড়কি, মন্ডা-মিঠায়ের স্তুপ, দুস্থ পিপীলিকার অবাক চাউনি। মহাসিন্ধুর আশায় আজ বিন্দু বিন্দু সঞ্চয়ের সম্প্রদান, আগামীকাল শুরু খুদকুঁড়োর সন্ধান। সুখ-সকালের আশায় থাকা, কে জাগরী ! কে জেগে রয় ! ঘুমপরীদের ঘুম পাড়িয়ে নিশি জাগরণ আজ, রূপকথার জন্ম প্রতিক্ষায়।