পোস্টগুলি

আগস্ট, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ছোট্টবেলার ছড়া

ছোটবেলায় আমরা কিছু ছড়া বলতাম। সেই সব ছড়া নিয়ে কখনও কখনও বন্ধুদের রাগাতাম। ছড়ার খেলা খেলতাম। দেখতে গেলে সেইসব ছড়ার কোন মানে ছিল না, অর্থহীন ছড়া, ইংরাজীতে যাকে  Nonsense Rhymes বলে। আজকের সময়ে ছোটদের খেলার মানেটাই বদলে গেছে। সেইসব অর্থহীন ছড়া কেউ আর প্রায় বলেনা। হয়তো কালের নিয়মে একদিন হারিয়ে যাবে এইসব ছড়াগুলি। তাই মনে হলো যদি এইগুলো আমি লিখে রাখি। জানি আমার মতো অখ্যাত ব্লগারের লেখা কারোর হয়তো চোখে পরবেনা। তবুও স্বপ্ন দেখতে দোষ কী। হয়তো ভুলকরে কারোর চোখে পরে গেল আর তার বাড়ির ছোট্ট বাচ্ছাটা আধোআ ধো গলায় বলে উঠলো .... আমপাতা জোড়া জোড়া বা এ লাটিং বেলাটিং শৈল বা ওপেনটি বাইস্কোপ বা .............................   এ লাটিং বেলাটিং শৈল   কিসের খবর রইল   রাজামশাই একটি বালিকা চাইল কোন সে বালিকা চাইল   টগরকে (যেকোন নাম) চাইল   নিয়ে যাও নিয়ে যাও বালিকাকে *********** আঁটুল বাঁটুল শামলা শাঁটুল   শামলা গেছে হাটে   শামলাদের মেয়েগুলো   পথে বসে কাঁদে   আর কেঁদো না , আর কেঁদো না   ছোলা ভাজা দেবো   আবার যদি কাঁদো তুমি