পোস্টগুলি

এপ্রিল, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বর্ষবরণ

কিছুদিন যাবৎ শরীরটা একটু গোলমাল করছে। রক্তচাপ চিনিচাপ দুটোই উর্দ্ধমুখী। ফল স্বরূপ খাওয়াদাওয়ার প্রতি বাড়ির সবার কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থান করছি। বছরের শেষদিন একটু মিষ্টিমুখ করার প্রবল ইচ্ছা মনে জেগে উঠল। কথায় বলে যার শেষ ভাল তার সব ভালো। সেই শেষটুকু ভালো করার উদ্দেশ্যে বেড়িয়ে পরলাম। ছোট থেকেই রসগোল্লার প্রতি আমার বিশেষ অনুরাগ। কিন্তু পরিচিত দোকানগুলিতে গেলেই বিপদ। কখন কার সাথে দেখা হয়ে যাবে আর সংবাদ পৌঁছে যাবে সোজা বাড়ির অন্দর মহলে। তারপর কি হবে তা আর খোলসা করে না বলাই ভালো। তাই খুঁজেপেতে একটা অনামি দোকানে হাজির হলাম। কাঠের বেঞ্চে বসে দুটো বড় সাইজের রসগোল্লা নিয়ে সবে এক কামড় দিয়েছি হঠাৎ পিঠে এক বিরাশিসিক্কার থাপ্পর। ভাবলাম হয়েগেল , আজ বাড়ি ফিরে কপালে দূঃখ আছে। ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকালাম। কিন্তু আধা অন্ধকারে ছায়ামূর্তিটিকে ঠিক ঠাহর করতে পারলাম না। একটু অবাক চোখে তাকিয়ে রইলাম। ছায়ামূর্তি বলে উঠল - - কি করে চিন্তে পারছিস না ? - না মানে ঠিক ঠাহর করতে পারছিনা। - তা পারবি কেন ? চুপিচুপি এসে সাঁটাতে বসেগেছিস, এখন আর কাউকে মনে থাকে নাকি। বলেই লম্বা  হাতে খপ করে