ঘুম ভাঙার পর
ঘুম ভাঙার পর #সুদীপ্ত_চক্র ঘুম ভাঙার পর নতুন সূর্য্যের প্রত্যাশায় দিগন্তের কাছে শুধু বিবর্ণ কুয়াশা। তবু নতুনের আবাহনে পথ চেয়ে থাকা, পুরাতন বারেবারে কড়া নাড়ে দরজায়। ভুলে থাকা এতই কি সহজ! ভুল শুধরে নেওয়া সহজ নয়। মিথ্যের মোড়কে জড়িয়ে থাকা জীবন তীব্র কালকূট সংশ্লেষ করে চলে। শুধু দিগন্তে কিছু নীল রঙ মিশে যায়, চোখের পাতায় তবু স্বপ্নেরা খেলা করে। ঘুম ভাঙার পর স্বপ্ন ভাঙার পালা, স্বপ্ন আর সত্যের ফারাক বিস্তর। সক্রেটিসকে ভুলে গেছি আজ, শুধুু বুকের ভিতর হেমলকের উত্তরাধিকার। অ্যাসক্লেপিয়াসের ঋণশোধ সম্পূর্ণ এবার জেগে ওঠার পালা। এনিটাসের দেহে মিশে যাক নিউরোটক্সিন, দিগন্তে ছড়িয়ে পরুক সূর্যের আভা, তারপর ঘুম ভেঙে স্বপ্নেরা দেখুক, কুয়াশার ক্যানভাসেও রামধনু আঁকা যায়।