মন পথে

শীত কুয়াশায় হালকা প্রতিছবি, হালকা রোদে অস্পষ্ট সব, স্মৃতিরা সব রোদ মাখতে আসে, সন্ধ্যা নামলে শান্ত কলরব। কাল ভাবনায় মগ্ন যখন মন, অসময়ে কড়া নাড়ে না কেউ, হঠাৎ যদি স্মৃতি বান্ধব আসে, মনের আগলে ধাক্কা দেবে সেও। কেউ রাখেনা ছুঁয়ে দেওয়া কথা, সব মুছে দেয় ভোরের শিশির ধারা, স্মৃতি বান্ধব তোমার কথা থাক, আজকে আমার আগামী খোঁজার তাড়া। লোল চামড়ায় লালচে কালো ছোপ, জানি, নতুন করে মন দেবেনা কেউ, মন আগলে মকরমুখী কড়া, বুক পাঁজরে অযুত কথার ঢেউ। কথারা সব স্বপ্নে আসন পাতে, সবার হাতে শব্দের বরমালা, কবিতার চোখে ঘন কাজল আঁকা, কবির হাতে কাব্য বরণডালা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস