ক্ষয়

ক্ষয়ে যাচ্ছে সময়
ক্ষয়িষ্ণু এ মন,
সময়ের পিছুডাকে
মনের ঊর্দ্ধে ওঠা হলো না।
হাজার আলোর ভীড়ে
প্রদীপের খবর কে রাখে!
নিজেকে নিঃস্ব করে
কাজল হতে কে বা চায়!
সবুজ ঘাসে নামে হলুদ বৃষ্টি,
ছাতিমতলায় শুধু বারুদের গন্ধ,
পলকহীন বুভুক্ষু চোখ, পোড়া ধুলায়
পায়রা আঁকে শৈশব। অতঃপর।
মনের প্রশান্তিতে ছুঁড়ে দিই
বিস্কুট, ক্ষুধার্ত চোখে।
হাত ধরে দাঁড়িয়ে থাকা শৈশব
শিখে যায় চকোলেট লুকোতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস