ছুঁতে চাওয়ার মুহূর্ত

আচ্ছা, তুমি কি বলতো ! 
তোমার কোন রাগ হয় না ? 
শুধু যাওয়া আসাতেই 
বন্দি তুমি ! তারপর 
আর কেউ মনে রাখেনা 
পৃথিবীতে তোমার আবির্ভাবের 
দিনটিতে, কাঁচা ঘুম ভেঙে 
পাট ভাঙা ধুতি-পাঞ্জাবী পড়ে 
হাজির সবাই লাল পেড়ে সাদা 
শাড়ীও দেখা যায় ইতিউতি 
তারপর আর কি ! সেই 
গঙ্গাঁ জলে গঙ্গাঁ পূজো 
একটু বেলা হলেই মিষ্টির ঠোঙা 
হাতে ঘরে ফেরার পালা, 
তারপর ? 
তার আর পর নেই, 
আবার আসবে সবাই 
তোমার বিদায়ের দিনটিতে , 
পাক্কা তিনমাস পর 
এবার একটু অন্যরকম , 
সেদিন যে গানগুলি গেয়েছিল , 
আজ আর তার পুনরাবৃত্তি 
হওয়া চলবে না এবার 
শুধু বিদায়বেলার গান 
আচ্ছা, প্রতিদিনের জন্যেই তো 
কত গান আছে তোমার ঝুলিতে 
তাহলে ! সবার প্রতিদিন কেন 
মনে পড়েনা তোমায় ? 
প্রতিটি মুহূর্তের ছন্দ বন্দি 
তোমার কথায়, তাহলে ! 
প্রতিটি মুহূর্তে কেন মনে পড়েনা 
তোমায় ? দুর্জনেরা বলবে 
মুহূর্ত গুলো বড্ড ছোট যে, 
একটু বেশী না হলে ঠিক 
প্রচার পাওয়া যায় না 
এইদেখো না, সারাদিন পর 
এই মাঝরাতে মনে পড়লো 
তোমায়, মনে পড়লো 
আজ তো ২২শে শ্রাবণ 
তুমি কি ভাবছ বলতো ? 
বুঝেছি, ভাবছ এটাও 
সেই আঁতেলের দলে ? 
তা হোক, তবুও তো 
মনে পড়লো , সেটাই 
বা  কি কম বলো ! 
জানো, তোমাকে ছোঁযার 
মুহূর্ত গুলো, 
বেশ উপভোগ করি 
সে তুমি যাই ভাবো, 
অত দিনক্ষণ দেখে 
ছুঁতে পারব না তোমায় 
আসলে আমার বড় 
ভুলো মন, তুমি যে নেই, 
সেটা মনেই থাকে না 
মনেহয় এইতো তুমি আছো 
প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে 
জড়িয়ে আছে তোমার আবেশ 
এখন, ভোর হতে চলল 
পাখির কোলাহলে শুনছি 
তোমার গান - 
" একটুকু ছোঁয়া লাগে 

একটুকু কথা শুনি ........ " 

মন্তব্যসমূহ

  1. তুখোড় তুখোড়, আফরিন আফরিন।।কেয়াবাত। পড়েই মন খুশ হয়ে গেল এমন একটা লেখা। দারুন হয়েছে।

    উত্তরমুছুন
  2. কবির ভাবনা কবিতায় পরিস্কার। ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. কিচ্ছু কওয়ার নাই !
    জাস্ট, ফিদা হয়্যা গ্যালাম!

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস