অচেনা চেনা

রবিমামা আর হামা দেয় না,
সাবালক হয়েছে তো ,
অল্প বিস্তর হাঁটাহাটিও করছে,
গায়ের তেজও বেড়েছে ।
সেই নরম গরম মোলায়ম
ব্যাপার টা আর নেই,
এখন শুধুই গরম,
রাগে রাঙা চোখ।
আমাদের ওষ্ঠাগত প্রাণ,
ঘামে ভেজা শরীর নয়,
শরীর এখন নোনাজলে ভাসমান,
রক্তের স্বাদও কিন্তু নোনা।
পরিবর্তন বলে কথা,
পালে এখন গরম হাওয়া,
কাল বদলের হাওয়া,
ঋতুরঙ্গে নটরাজ।

গরমের দুপুরের অলসতা
উধাও আজ,
তপ্ত হাওয়া চোখে জ্বালা ধরায়,
ফেরিওয়ালা আর হাঁকে না,
মাটির দোতারার মুখে কুলুপ,
সুর ভুলেগেছে সে।
কাকেদের গলা শুকিয়ে কাঠ,
ঘুঘুরাও পাতার ফাঁকে ঝিমোচ্ছে,
ভাঙা বাড়ির ভিটে থেকে
ঘুঘু পাখি বিতারিত,
সেখানে সুরারসের উত্‍সব,
পাড়া বেড়নো ছেলেরদল
অবলুপ্ত আজ।
মন কেমন করা
নিঃসঙ্গ দুপুর নেই,
মন শুধু আনচান,
মটকা কুলফি !
শপিংমলের রেফ্রিজেরেটরে
বন্দি আজ।

মন্তব্যসমূহ

  1. অদ্ভুত লেখা তো এটা!! অদ্ভুত।
    আমার দারুন লেগেছে। আমি ৬ বার পড়লাম। প্রত্যেক বারেই একটু একটু পরে পরত খুললো লেখা টা। দারুন। দারুন লেখা।

    উত্তরমুছুন
  2. অসহ্য এই দুপুরে এটাই মনে হল যে

    উত্তরমুছুন
  3. কি বলব। লেখাটা পড়ে প্রান ভরে গেল। আর এত ভাল ভাষা সুদীপ্ত যে কোথা থেকে খুজে বার করে এনে মেলে ধরে একমাত্র সুদীপ্ত ই জানে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস