জীবন মানে কি

জীবন মানে সন্ধ্যেবেলা
শালুক হয়ে ফোটা,
জীবন মানে দিনেরবেলা  
তপ্ত রোদের ছটা
জীবন মানে নীল আকাশে
মুক্ত ডানা মেলা,
জীবন মানে নদীর বুকে
কলাগাছের ভেলা
জীবন মানে ওষ্ঠ জুড়ে
অধর সুধার আবেশ,
জীবন মানে দুটি দেহের
সৃষ্ঠি সুখের রেশ
জীবন মানে হয়তো রঙীন 
হয়তো সাদা কালো,
জীবন মানে হাওয়ায় দোলা
সাঁঝবাতির আলো
জীবন মানে অনেকটা পথ
একসাথে চলা,
জীবন মানে তোমার আমার
গল্প-কথা বলা
জীবন মানে ভালো থাকা
আপনজনের জন্য,
জীবন মানে অঙ্ক কষা

মিলবে শেষে শূন্য

মন্তব্যসমূহ

  1. না-মানুষের উপকথার পর এরকম একটা হালকা চালে জীবনের কথা শুনতে বেশ লাগল। শেষ লাইন টা আমার বেড়ে লেগেছে।

    উত্তরমুছুন
  2. আরে বাপ রে। সহজ ছন্দে অনেক গুলো কঠিন কথা বলা হয়েছে। খুব সুন্দর লেখা। দারুন

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস