বৃষ্টি এবং .......

রাত ভোর  বৃষ্টি,
ভাঙা মন ভিজে যায়,
ঘুম চোখে স্বপ্নেরা
পিছুটান রেখে যায়।
স্বপ্নেরা সিঁদ কাটে
লম্বা বা চৌকো,
বৃষ্টির জলে ভাসে
কাগজের নৌকো।
নৌকোর কাগজে
কবিতারা ছিল কি !
নাকি শুধু মন ছিল ?
ছিল প্রেম জোনাকি !
চিকচিক করে সব
জোনাকির আলোতে,
বৃষ্টির ফোঁটা গুনি
ভাষা ভেজা রাতেতে।
ভাষা ভেজা বৃষ্টিতে
শব্দের ক্ষয় জানি,
রাত ভেজা বৃষ্টিতে,
কবিতারা অভিমানী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস