আলাপন

#হাসতে_হাসতে
      আলাপন
     সুদীপ্ত চক্র
গাধার পিঠে সাওয়ার ভুতো
যাবে অনেক দূর,
পাগরী মাথায়, নাগড়া পায়ে,
ভাঁজছে কি এক সুর।
চেঁচান কেন ? বলল গাধা,
নেই কি গলায় মধু !
প্রাণ ছাড়খার গানের গুঁতোয়,
সুর নেইকো শুধু।
গানের মর্ম তুই কি বুঝিস !
বললে রেগে ভুতো,
সব কিছুতেই খুঁত খুঁজিস
একটু পেলেই ছুতো।
তিন তিনটে পাশ দিয়েছি,
জানিস আমার এলেম ?
তোদের মতো গাধার জন্য
সব বিলিয়ে দিলেম।
সুখ দুঃখ সব দিয়েছি
তোদের জন্য ছেড়ে,
বলল গাধা, তাইতো ঘোরেন
মোদের পিঠে চড়ে।
চুপ বেয়াদপ, হাড়গিলে সব,
জানিস গানের মানে ?
বললে গাধা, হুজুর এসব
সাওয়ারী গাধাই জানে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস