কথাছিল
কথাছিল সে আসবে আবার,
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
তখন হবে সারা।
তারপর সময় গেছে সময় স্রোতে,
প্রতিশ্রুতিরা এভাবেই শব্দ হারায়,
অথবা গরমিল ছিল সময়ের খাতায়।
বলেছিল দেখা হবে কাল বিজ্ঞাপনে,
চিরকুটে বা দেওয়াল জুড়ে,
তখন ভাবব তোমায় নিয়ে।
কাল থেকে কালান্তর,
ভাবনারা আজ নিরুদেশে।
তারপর ? শুধু অপেক্ষা,
দেওয়াল জুড়ে পরত পরে
চিরকুট অথবা বিজ্ঞাপনের,
দাদের মলম বা ঋতুবন্ধের।
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
তখন হবে সারা।
তারপর সময় গেছে সময় স্রোতে,
প্রতিশ্রুতিরা এভাবেই শব্দ হারায়,
অথবা গরমিল ছিল সময়ের খাতায়।
বলেছিল দেখা হবে কাল বিজ্ঞাপনে,
চিরকুটে বা দেওয়াল জুড়ে,
তখন ভাবব তোমায় নিয়ে।
কাল থেকে কালান্তর,
ভাবনারা আজ নিরুদেশে।
তারপর ? শুধু অপেক্ষা,
দেওয়াল জুড়ে পরত পরে
চিরকুট অথবা বিজ্ঞাপনের,
দাদের মলম বা ঋতুবন্ধের।
অনবদ্য লেখনী। আর অনিন্দ্যসুন্দর ভাষা, যে ভাষায় আমরা রোজ কথা বলি সেই ভাষা। বড় ভাল লাগল। মন ভরে গেল।
উত্তরমুছুন