অন্ত যাপন
জানলা দিয়ে আকাশ দেখিনা আর,
আর খুঁজিনা সাদা মেঘের ভেলা,
দিনযাপনের সময় গিয়েছে চলে,
সময় এখন স্বপ্ন শেষের বেলা।
রাত নিঃঝুম নিকষ অন্ধকার,
রাত তারারা চুম্বনেতে রত,
একটি তারা পড়বে খসে আজ,
একটি তারার সময় হয়েছে গত।
হাজার বছর এই পৃথিবীর পথে
কেউ হেঁটে যায়, বিরাম হীন চলা !
এক জীবনে আমার বনলতা,
এক জীবনে সাঙ্গ সারা খেলা।
এই জীবনের অপূর্ণ সাধ যত,
থাকনা তোলা আরএক জনম তরে,
পুরিয়ে নেব তোমার সাথে আমি,
একটি বা হাজার জনম পরে।
যদি এমন আসে কোন ভোর,
চোখে চোখ হারিয়ে যাবে কথা,
উন্মুক্ত আকাশ নীলের নীচে,
আমি এবং আমার বনলতা।
আর খুঁজিনা সাদা মেঘের ভেলা,
দিনযাপনের সময় গিয়েছে চলে,
সময় এখন স্বপ্ন শেষের বেলা।
রাত নিঃঝুম নিকষ অন্ধকার,
রাত তারারা চুম্বনেতে রত,
একটি তারা পড়বে খসে আজ,
একটি তারার সময় হয়েছে গত।
হাজার বছর এই পৃথিবীর পথে
কেউ হেঁটে যায়, বিরাম হীন চলা !
এক জীবনে আমার বনলতা,
এক জীবনে সাঙ্গ সারা খেলা।
এই জীবনের অপূর্ণ সাধ যত,
থাকনা তোলা আরএক জনম তরে,
পুরিয়ে নেব তোমার সাথে আমি,
একটি বা হাজার জনম পরে।
যদি এমন আসে কোন ভোর,
চোখে চোখ হারিয়ে যাবে কথা,
উন্মুক্ত আকাশ নীলের নীচে,
আমি এবং আমার বনলতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন