খিদে

ঝুপ করে সন্ধ্যা নামে,
বুভুক্ষুরা জেগে ওঠে জ্যোৎস্নায়।
মনের খিদে শব্দ খোঁজে,
পেটের খিদে খোঁজে ভাত,
শরীর খোঁজে শ্বাপদ, ঘনায় রাত।
স্বপ্ন মোহিনী সুরা পাত্র হাতে,
শব্দেরা আসে, দেয় ধরা।
বিষ মেখে শুয়ে থাকে মোহিনী।
খালি পেটে কি সুরা সয় !
খালি পেটে যৌনতা জাগে না,
খালি পেটে কাব্যেরাও আসে না,
পূর্ণিমার চাঁদে পোড়া রুটি ঝাপসা,
চাঁদের আলো বিভিষিকাময়,
শুরু, পেটে মোচড় দেওয়া
আর এক রাতের সংগ্রাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস