আজও বহ্নিমান



অগ্নিপরীক্ষা হয় আজও,
হয় মৃত্যুর আলিঙ্গনে,
সীতার পাতাল প্রবেশ।
অহল্যা আজও অবাক,  নির্বাক,
সতীত্বের ক্রূর সঙ্গা
আজও বহ্নিমান।
দ্রৌপদী আজও উলঙ্গ হয়,
বস্ত্রহরণ!  সে তো রূপক মাত্র।
দুঃশাসন! রূপকের সাজে
যুধিষ্ঠিরের বিবেক।
শব্দ শায়কে নগ্ন নারী
অথবা মত্ত পুঙ্গব স্পর্শে।
সখা আজ নিরুদ্দেশে,
শুধু ঘুনপোকাদের বাস।
অপরূপার চোখে কাপড়,
জং ধরেছে নিক্তিতে।

মন্তব্যসমূহ

  1. শেষ পঙতিটা একেবারে নাড়িয়ে দিয়ে গেল। মূল্যবোধেই জং ধরেছে। উফ, বড্ড শক্তিশালী কথা। তুখোড় ধারালো কবিতা। কলম চলতে থাকুক।

    উত্তরমুছুন
  2. aj prothom tomar blog a elum.bes bhalo laglo.tumi themo na.choto balay anek kobita likhe amak pote dite.mone pore? ebar tomar sob lekha porbo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কাকিমা আপনার মন্তব্য পেয়ে কি যে ভালো লাগল বলে বোঝাতে পারব না। প্রণাম নেবেন।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস