পদ্য কথন

ছন্দ দিয়ে ছন্দ মেলাও
আমের সাথে জাম,
পদ্য লেখা নয়কো কঠিন
কি আর এমন কাম।
বললে হেসে হারাণ খুড়ো
ভাবছ কি হে বৎস !
পদ্য লেখা আমার কাছে
 দু-আঙুলে নস্য ।
পদ্য আমার বংশগত
পদ্য আমার রক্তে,
ছন্দ নাচে মাছের ঝোলে
ছন্দ নাচে সুক্তে।
হাবুল বলে হয়নাকি তা
শুধু ছন্দ দিয়ে পদ্য !
যদি না থাকে তার মধ্যে
একটু খানিক গদ্য।
রঙের সাথে রঙ মিলিয়ে
হয় কি আর আঁকা,
খুড়ো বলে অল্প বয়সে
খুব হয়েছ পাকা।
পদ্য কাকে বলে সেটা
শিখব তোর কাছে !
পদ্যের যত ছন্দ,
আমার রন্ধ্রে রন্ধ্রে আছে।
শেষের সাথে
শেষকে মেলাও,
যা খুশি তাই
কলম চালাও,
ভাব বা মানে কোন কিছুর
নেই কোন দরকার,
মানুষ যত অবুঝ হবে
বাড়বে কদর তার।
এই যুগেতে খুঁজলে মানে
বলবে সবাই বোকা,
ভরবে না পেট, হবে শুধু
খাবার গন্ধ শোঁকা।
হাবুল বলে তাহলে আর
মিছেই করা কষ্ট,
এদিক ওদিক নকল করে
লিখে দেওয়াই বেশ তো।
তাতেও লাগে বুকের পাটা
 এলেম লাগে ভাই,
সাধ তবু হই অকালপক্ক
ভাঙা কুলোর ছাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস