সঙ্গম

প্রেম আজও আছে বেঁচে,
নয় শুধু পথ চলা অভ্যাসে,
অভাব পলিতে ঢেকেছে আবেগ যত,
বালি ঝড় ,আজ শুধু নিশ্বাসে,
তোমার নদী শান্ত হয় জানি,
আমার দেহের নোনা জলে মিশে।


  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস