বৃষ্টি নামুক
অভিমানের মেঘ জমেছে
তোমার মনে, দশক ধরে,
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
সেই মেঘেতেই গুমড়ে মরে।
প্রখর তাপে পুড়ছে মাটি,
পুড়ছে এ-মন তার সাথে,
বৃষ্টি বোধহয় নামবে এবার,
চাতক পাখি অপেক্ষাতে।
বৃষ্টি হলেই বাঁচবে জীবন,
টিপ টাপ টুপ জলের সুরে,
মেঘ যদি হয় মনের কোণে,
বৃষ্টি নামুক হৃদয় জুড়ে।
তোমার মনে, দশক ধরে,
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
সেই মেঘেতেই গুমড়ে মরে।
প্রখর তাপে পুড়ছে মাটি,
পুড়ছে এ-মন তার সাথে,
বৃষ্টি বোধহয় নামবে এবার,
চাতক পাখি অপেক্ষাতে।
বৃষ্টি হলেই বাঁচবে জীবন,
টিপ টাপ টুপ জলের সুরে,
মেঘ যদি হয় মনের কোণে,
বৃষ্টি নামুক হৃদয় জুড়ে।
খুব ভাল লাগল শেষের এই আশাবাদ। ওই নিয়েই তো বাঁচা।
উত্তরমুছুনদোলাচল, মনের কোণে। কখনও মেঘ, কখনও বৃষ্টি, বৃষ্টির পরের সেই সোঁদা গন্ধ। নামুক বৃষ্টি, হৃদয় জুড়ে, শরীর জুড়ে, চারিদিক হোক ধুসর।
উত্তরমুছুন