অ্যাই মেয়েটা

#অ্যাই মেয়েটা
# সুদীপ্ত চক্র
অ্যাই মেয়েটা দুগ্গা হবি ?
দুচোখে তোর কাজল
মুছে, ত্রিনয়নে আগুন পর,
শোন মেয়ে তুই দূর্গা হ।

অ্যাই মেয়ে তুই উমা হবি?
কাশফুল নয় ভিড়ের মাঝে
আঙ্গুলগুলো মুচড়ে ধর,
শোন মেয়ে তুই উমাই হ।

অ্যাই মেয়ে তুই করালী হবি?
রাত-বিরেতে তোর দিকেতে
শ্বাপদ যখন বাড়ায় হাত,
সোহাগ ভরে গায়ের জোরে
তার টুঁটি কামড়ে ধর,
শোন মেয়ে তুই করালী হ।

অ্যাই মেয়ে তুই চণ্ডী হবি!
সব অশুভর মুণ্ডু কেটে
গলায় পড়ে, নবজীবনের
ফুল ফোটা,
শোন মেয়ে তুই চণ্ডী হ।

ও মেয়ে তুই যা খুশি হ
নিজের মতো,
শক্তিটুকু জাগিয়ে রাখিস
নিজের ভিতর,
সব অনাচার দুরহাটা তুই
আপন বলে,
শোন মেয়ে ওই আদ্যাশক্তি
তোর ভিতর,
ও মেয়ে তুই দূর্গা হ,
ও মেয়ে তুই চণ্ডী হ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস