আজও বহ্নিমান
অগ্নিপরীক্ষা হয় আজও, হয় মৃত্যুর আলিঙ্গনে, সীতার পাতাল প্রবেশ। অহল্যা আজও অবাক, নির্বাক, সতীত্বের ক্রূর সঙ্গা আজও বহ্নিমান। দ্রৌপদী আজও উলঙ্গ হয়, বস্ত্রহরণ! সে তো রূপক মাত্র। দুঃশাসন! রূপকের সাজে যুধিষ্ঠিরের বিবেক। শব্দ শায়কে নগ্ন নারী অথবা মত্ত পুঙ্গব স্পর্শে। সখা আজ নিরুদ্দেশে, শুধু ঘুনপোকাদের বাস। অপরূপার চোখে কাপড়, জং ধরেছে নিক্তিতে।