খেজুর রস
- কি ব্যাপার মহিম দা ? এ রকম ব্যাজার মুখে এই সময় পার্কে বসে ? - এই সময় মানে ? পার্কে বসার জন্য পাঁজি দেখে আসতে হবে নাকি ? - না তা ঠিক নয় মানে এই সন্ধ্যেবেলা তোমাকে বড় একটা দেখা যায় না তো তাই আর কি। - ইচ্ছে হল তাই। - কেসটা কি বল দেখি । বৌদির সাথে ক্যাঁচাল করেছ নাকি ? - কেন ? - মেজাজটা দেখছি কেমন যেন খিঁচড়ে আছে। - না ভাই কিছু হয় নি আর যদি হয়েও থাকে তাহলে তোমার তাতে কি হে । যাও যাও নিজের কাজ করো গে। - অ কেস জন্ডিস মনে হচ্ছে। - ধুস শালা শান্তিতে বসারও উপায় নেই। অগত্যা আমি মহিম সামন্ত বাড়ির পথে রওনা দিলাম। একটু শান্তিতে বসে চিন্তা ভাবনা কর...