নববর্ষের বৈঠক
আজ একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙেগেল সুতনুর । ঘড়িতে দেখল ৫টা বাজে । নাঃ এই গরমে ঘুমের দফারফা , আজ আর ঘুম হবে না । কাল রাতে শুতে যাওয়ার আগে ভেবেছিল সকালবেলা উঠে হোয়টস্ অ্যাপ গ্রুপে জব্বর একটা ম্যাসেজ করতে হবে । নববর্ষ বলে কথা । তাই আজ তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যেতে বাথরুমের কাজ সেরে চা আর মোবাইলটা নিয়ে বারান্দায় এসে বসল । এখন ৬টা বাজে । হোয়াটস্ অ্যাপ গ্রুপটা অন করতেই এক ঝাঁক ম্যাসেজ এসে ঢুকল । পুরানো বন্ধুদের গ্রুপ । কেউ নবর্ষের কার্ড পোষ্ট করেছে কেউ ছোট্ট ...