প্রেম কথন

আচ্ছা কাল আমায় কি দেবে ?
কাল ! কেন কাল আবার কি ?
ওমা তুমি কি গো! 
কালতো প্রেম দিবস,
ভ্যালেন্টাইন ডে।
প্রেম দিবস ! প্রেমের আবার দিন !
ক্যালেন্ডারে নিয়মে প্রেম হয় নাকি!
ধুস তুমি না কি !
দেখছ না কত বিজ্ঞাপন শহর জুড়ে!
ওতো বিপণনী প্রেম ! 
তা হোক , তবু প্রেম তো !
প্রেম না খুড়োর কল !
নাকের ডগায় গিফ্ট ঝুলিয়ে 
প্রেমের আহ্বাণ  
তুমি আমায় ভালোবাস না !
বাসি তো প্রতিদিন ভালোবাসি
তোমার সাথে ঝগড়া করি যে !
সেটাও তো ভালোবাসা
ভালো না বাসলে
ঝগড়া করবে কেন!
কেন ভালোবাস আমায় ?
ভালোবাসি ভালোবাসি 
তার আবার কারণ হয় নাকি!
ভালোবাসা নাকি অভ্যেস !
ভালোবাসাটাই তো অভ্যেস 
তবে যে শহর জুড়ে এত আলোর 
সাজ, রেস্তরায় এত বাহারী খাবার!
এত উজ্জ্বলতায় প্রেম হয় না, 
হয় শুধু প্রেম প্রেম খেলা
পুরানো বউয়ে মন ভরে না,
তাই শুধু মিছে কথা
আর কথার প্যাঁচ
মিছে কথা বলব কেন ?
তবে কি প্রেম নেই ?
আছে তো, সেই যে বাসন্তী শাড়ী 
আর মাথার ফুলের বাহার  
ধ্যাত্‍ , সে তো সরস্বতী পূজো
দু-চোখে আজও
রঙ লাগে,
দুটি মন আজও 
নিরালা খোঁজে,
আজও একই আছে 
সরস্বতী পূজো,
আজও বেঁচে আছে
বাঙালী ভ্যালেন্টাইন

মন্তব্যসমূহ

  1. তুখোড় তুখোড়।।একেবারে খাঁটি কথা।।সরস্বতী পুজোর দিনটাই এরকম।

    উত্তরমুছুন
  2. মারাত্মক!! আজকেও সকালে একটা কাজে বেরিয়ে দেখলাম, এইটাই আছে এখনো, কিছুটা হলেও! :)

    উত্তরমুছুন
  3. tomar lekhoni tho dekhchi sob dikei soman vabe bichon kare.ki bhalo j laglo ki r bolbo.aro lekho.lekhar hath aro sakto hok

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস