তোকে দিলাম

অপূর্ণ স্বপ্ন পুরণের দ্বায়ভার নয়
তোকে দিলাম স্বপ্ন দেখার স্বাধীনতা,
বংশধারকের স্মারক নয়,
জীবন হোক স্বপ্নপূরণের রূপকথা,
তোর ইচ্ছেডানাতেই আমার স্বপ্নপূরণ,
না হলে যে মিথ্যে রাজা সাজা,
তুই যে আমার ইচ্ছে পরী
তুই যে আমার আত্মজা।

মন্তব্যসমূহ

  1. ছোট্ট পরিসরে এত সুন্দর করে সাজিয়ে নিজের অনুভুতি তুলে আনা, আমি খুব কম দেখেছি। কবিতাটা প্রথমে বিমূর্ত হতে হতেই শেষে মানসপটে স্পষ্ট ভাবে ছবি এঁকে দিয়ে গেল। খুব ভাল লাগল।

    উত্তরমুছুন
  2. ছোট্ট লেখা, ছন্দ সুন্দর, তবে ছাপিয়ে গেছে কবিতার বক্তব্যটা! অসাধারণ! ঘরে ঘরে এরকম বাবা থাকলে, সমাজটা অন্যরকম হত! মুগ্ধ হলাম।

    উত্তরমুছুন
  3. sudipto tomar baba haowa sarthok.je babar amon manosikata sei meye r meye janmo dhonno.sob meyeI jano amon baba pay.tomar meye k anek ador rassirbad tomakeo.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস