আঁতেল

আরো এক উৎসব হলো শেষ
আবেগেরা এবার বিশ্রাম পাক,
আসবে আবার একটি বছর পর,
ভাষাচর্চা! ততদিন শীতঘুমে যাক।
রাশিরাশি গল্প কবিতা গান,
আবেগেরা ছোটে পাল্লা দিয়ে,
দিনের শেষে রণ ক্লান্ত হয়ে,
অঙ্ক কষে পাওনা হিসাব নিয়ে।
আশায় আছি মনের আশা নিয়ে
প্রতিদিন যেন একুশের সূর্য্য ওঠে,
গালমন্দ যতই করো আমায়
আঁতলামি যে রক্তে আমার ছোটে।

মন্তব্যসমূহ

  1. চাবুকের মত লেখা। ভাবের ঘরে চুরি করে বাংলা বাংলা বলে একদিনের লাফালাফি আমাদের। সেই।আমাদের পিঠে এ কবিতা চাবুক। এই লেখার জন্যে একটা বড় ধন্যবাদ রইল। কলম যেন না থামে। চলতে থাকুক।

    উত্তরমুছুন
  2. uff ki likhecho!. joto din jachhe tomar kalom totho.jordar hochhe.aro lekho themo na.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস