ভালো নেই ভালোবাসা

ভালো নেই ভালোবাসা
মনে ভারি কষ্ট,
সন্মান ছিল যাহা
পুরোটাই নষ্ট।
প্রেম প্রেম চলে খেলা
চলে শুধু ফন্দি,
ক্ষনিকের আলাপে
ক্ষনিকের সন্ধি।
ফুল পাখি চাঁদ তারা
নেই আজ খবরে,
প্রেমিকের উপহার
বাড়ে শুধু বহরে।
বন্ধু যে কার কটা
বান্ধবী কটা কার!
এটাই সহজ কাজ
শিরোনামে থাকবার।
ভালোবেসে ডুবেছিল
মদিরাতে দেবদাস,
সাতপাকে বাঁধা পড়ে
প্রেম করে হাঁসফাঁস।
ভালোবেসে পরিণয়
পুরুষে ও নারীতে,
চারদিনে সাক্ষর
বিচ্ছেদ পত্রে।
ভালোবাসা গেল কোথা
মনে লাগে দ্বন্দ্ব,
ভেসে আসে বাতাসে
প্রেম প্রেম গন্ধ।
বেঁচে থাকে ভালোবাসা
বৈশাখে - ফাগুনে,
শুধু চাপা পড়ে যায়
অভাবের আগুনে।
হোক না সে যত ক্ষীন
জীবনের আয় - ব্যয়,
ভালোবাসা ভালোবেসে
নিজেকেই বদলায়।

মন্তব্যসমূহ

  1. পুরোটাই অসাধারণ। তবে শেষ লাইনদুটো এই লেখাটাকে অন্য লেভেলে নিয়ে গেল। খুব দামি কথা।

    উত্তরমুছুন
  2. akta katha khubi sotti j jatoi bhalobasa thakuk na kano avab ele bhalo basa janala diye palay.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস