হারায়ে খুঁজি

ছোট্ট স্বপ্ন ছোট্ট আশা,
                ছোট্ট কিছু ভালোবাসা,
ছোট্ট হাতের মুঠোয় ভরে
                রেখেছিলাম যত্ন করে,
সহসা তারা হারিয়ে গেল
               নাম না জানা ভোরে,
তাকিয়ে দেখি ছোট্ট সবার
              বয়স গেছে বেড়ে।
স্বপ্ন গুলো বড়  হল,
            বুকের মাঝে হারিয়ে গেল,
চাওয়া-পাওয়ার হালখাতাটা
             বেহিসাবী আজ,
স্থবির স্বপ্ন নীরব কাঁদনে
             রক্তেরাঙা সাজ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস