বর্ষবরণ

বছর শেষে বছর আসে
নতুন বছর উদযাপন,
শতক থেকে শতক পার
হরেকরকম আয়োজন।
দুপুর বেলা ইস্কুলে ভাত
রাত্রেবেলা শুকনো রুটি,
নববর্ষের আনন্দেতে
মিড ডে মিলের আজকে ছুটি।
মাসকাবারি হাজার টাকার
হিসাব জমা হালখাতাতে,
আদর করে দেয় দোকানী
মিষ্টি প্রসাদ তাদের হাতে।
ছেঁড়া জামা, মিষ্টি প্রসাদ!
হাত বাড়ালেই লাঠির ছোবল,
নতুন জামা, গান-কবিতায়
বর্ষবরণ, বর্ষ বদল।
বর্ষবরণ অনেক হলো
দৃষ্টি বদল এবার হোক,
যাদের কাল কেটেছে খালি পেটে
আজকে ভুলুক ভাতের শোক।
দিন বদলের স্বপ্ন দেখে
নতুন আলো যায় কি আনা !
সূর্যটাকে বদলে দেওয়ার
মন্ত্র কিছু আছে জানা ?

মন্তব্যসমূহ

  1. কি সুন্দর সহজ ছোট্ট কথায় একেবারে গভীরে পোঁছে যাওয়া। দারুন লাগল।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস