দৃষ্টিকোণ

ঘুণ ধরেছে স্মৃতির পাতায়,
শান কমেছে বুদ্ধিতে,
চিন্তা, মুখে ভাঁজ ফেলেছে
শুধু উদর বৃদ্ধিতে।
দৃষ্টিকোণে উদর বৃদ্ধি
তোমার আমার রকম ফের,
আমার কাছে চার পোয়া,
তোমার কাছে এক সের।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

তারার পানে চেয়ে

কিছু বেড়ানো কিছু গল্প