অপদার্থ আমি

এক অপদার্থ আমি,
সবাই মুখর প্রতিবাদে,
মুখে কুলুপ এঁটে আমি।
ফুলের কুঁড়ির মাংস লোলুপ,
দগ্ধ হাজার অভিশাপে,
আমি তখন চুপ।
মানুষ জন্ম হলো মিছে,
কলম ফেলে রেখে,
মুখটি লুকাই সবার পিছে।
ভাষা কোথায় বলব কিছু !
বুঝবে কে বা আর,
পুরুষ অবয়ব ছাড়ে না পিছু।
হারিয়ে গেছে অতলে, দৃষ্টি ভরষার,
যে ফুল খেলত আমার সাথে,
আজ চোখেতে ভয় তার।
যখন মোম মিছিলে সবাই,
বিষাদগ্রস্থ আমি তখন,
ঘরেতে মুখ লুকাই।
হলো মুখবইতে দামী,
কত আগুন ঝরা লেখা,
শুধু নির্বাক আমি।
ফুল, কবে দাবানল হবে তুমি?
প্রতিবাদী নয়, প্রহরী হতে পারি,
এই অপদার্থ আমি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস