বন্ধু চল

চল, রেলগাড়ি সাজি রাস্তায়,
আর, লাল লাঠি নিয়ে দৌড়াই,
চল, ক্যারামের বোর্ডে ঝড় তুলি,
ফিরি লুডোর ঘুঁটি ও ছক্কায়।
চল সাত ঘুঁটি ভাঙি এক টিপে,
ফের নতুন করে সাজাব,
আর ক্লাসরুমে বসে গানের সুরে
কাঠের বেঞ্চটা বাজাব।
চল, দুপুর কেটে কাঠকুটো আনি
নেড়াপোড়া বুড়ি সাজাব,
আর সেই সেদিনের বান্ধবীদের
এই বসন্তে  রাঙাব।
চল, বর্ষার মাঠে কাদা মেখে
সেই ফুটবল নিয়ে খেলব,
বড় হওয়ার যন্ত্রনা ভুলে
ছেলেবেলা ঠিকই ধরব, ঠিক ধরব।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস