একান্তে

প্রশ্ন করলাম প্রতিচ্ছবিকে,
কেমন আছো ?
প্রতিচ্ছবি শুধু বলল,
যেমন রেখেছ।
আয়নাকে বললাম, কেন দেখাও
বিষন্নতার প্রতিচ্ছবি !
আয়না হেসে বলল আমায়,
তুমি দেখাও তাই।
ডুব দিলাম মনের অতলে,
নিজেকে খুঁজতে।
অপূর্ণ স্বপ্নের মৃতদেহের মাঝে
নিজেকে খুঁজে ফিরি।
বেঁচে থাকা শুধু স্বপ্ন নিয়ে !
আমার আমি কই !
দেখি অবহেলায় পড়ে আছে
হাসনুহানা, জুঁই।
সহজ প্রেমের গল্প কাব্য
আজ ছুটিতে যাক,
আজ একটা কবিতা লিখব,
শুধু নিজের জন্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস