চিঠি

লাল লাঠি আর ক্যাম্বিস বল ,
চল ছেলেবেলাটাকে ছুঁই ,
আজ জীবন প্রান্তে গোধুলিবেলায়
কেমন আছিস তুই?
হাসিমুখে শুধু ভালো আছি বলে
ভালো থাকা সে কি যায় !
চল নদীর চরে বৃষ্টিতে ভিজে,
মনের আরাম পাই।
চল ডাংগুলি নিয়ে রাস্তায় নামি,
সময় যে বয়ে যায়,
কবাডির কোর্টে হুটপুটি করে
স্মৃতিটুকু ছুঁয়ে যাই।
বাড়ছে সময় কমছে জীবন,
সাপ লুডো খেলে কাল,
ঘরকাটা সেই চকোলেট বার
ভাগ করে খাই চল।
আয় আগের মত ঝগড়া করি,
দিন যে চলে যায়,
ভাবার সময় পেরিয়ে গেছে,
আয়, বন্ধু আয় - বন্ধু আয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস