অবচেতন মন

# অবচেতন মন
# সুদীপ্ত চক্র
ব্ল্যাকহোলে বিলীন হওয়ার আগে
জেগে উঠতে চাই চেতনার বিষ্ফোরণে।
প্রজাপতির ক্লান্ত ডানায় লেগে থাকুক
একটুকরো হিমশীতল ভোর,
কম্বলের নিশ্চিন্ত ওম ছেড়ে
কুয়াশা কে বা গায়ে মাখতে চায়!
স্বপ্নেরা জব্বর স্বপ্ন নিয়ে আসে,
রাতের করিডোরে সরীসৃপ হয় মন।
চেতন-অবচেতনের মাঝে প্রেয়সীর বাস,
নিষ্ঠুর পৌরুষে দেবত্ব খোঁজে আজও।
অবচেতনে তবুও সকাল আসে
বাজারের থলিতে ফরমায়েশের ভিড়ে।
চালশের কাঁচে ঢাকা চোখে
নিজের হারিয়ে যাওয়া চৈতন্য খুঁজি।
ব্যস্ত রবিবারের ভিড় ঠেলে
রহমতের দোকান থেকে মাংস,
সুধীরের রসগোল্লা, পিটারের পেস্ট্রি
নিয়ে ঘরে ফেরার পথ ধরি।
বাজারের থলিতে অচেতনে ঘুমায় চেতনা,
শুধু জেগে থাকে একটুকরো ভারতবর্ষ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস