প্রতীক্ষা

চলে গেল পুরাতন দিন, 
রয়ে গেল শুধু স্মৃতিটুকু। 
এল নুতন দিন, 
বেজে উঠল নতুন সুরের বীণ।। 
প্রকৃতি আলো করা 
রক্তিম পলাশের মতো 
পূব আকাশে দেখাদিল 
বৈশাখের নতুন সূর্য, নতুন প্রভাত। 
আঁধারের বুকে জেগে থাকা 
রাতের সন্ধ্যামালতির মতো 
মনের মাঝে রয়ে গেল 
পুরানো দিনের সুখ-বেদনার স্মৃতি। 
কালের সারণি বেয়ে 
এগিয়ে গেলাম আরো কিছু পথ। 
পিছনের দিকে তাকাবার 
অবকাশ নেই, 
এসে পড়লাম নতুন পথে। 
কি পেলাম ? কি দিলাম ? 
আর কতটুকুই বা রয়ে গেল - 
তার হিসাব রয়ে গেল 
পুরানো দিনের হাল খাতায়। 
খুলে ফেললাম নতুন দিনের 
হাল খাতা, 
নতুন দিনের জন্য।। 
স্মৃতি ভোলা যায় না, 
পুরানো স্মৃতি আর 
নতুন ভবিষ্যতের স্বপ্নকে 
সম্বল করে ভাসিয়ে দিলাম 
সময়ের স্রোতে 
জীবনের সোনার তরী। 
কর্ম মুখর এই চলার পথে 
বসে রইলাম, জীবনের 
নতুন হাল খাতা খুলে । 
কি পাবো ? কি দেবো ? 
আর কতটুকুই বা থাকবে ! 
তার হিসাব করার জন্য।। 
আরম্ভ হল প্রতীক্ষা, 
নতুন সূর্যের, নতুন প্রভাতের, 
স্বপ্নময় নতুন জীবনের।। 

মন্তব্যসমূহ

  1. পড়েই মনটা কেমন হিয়ে গেল। মনে হচ্ছে, আরো একটা বছর কমে গেল।

    উত্তরমুছুন
  2. khub gover laglo lekhata sotyito akta bochor jay ar amra notun bochore asi protikhhai thaki...khub valo lekha.

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  4. সোমনাথ তোর এই উপলব্ধিটাই যে চিরন্তন সত্য ........

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোট্টবেলার ছড়া

আগমনী

দুঃখ বিলাস